করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশের ৩ হাজার ৪৯ জন সদস্য সুস্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন।
সোমবার (৮ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘পুলিশ সদস্যরা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া এবং সব পুলিশ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ সদস্যদের করোনায় আক্রান্তের হার যেমন কমছে, তেমনই দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।’
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ৬১২ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ১ হাজার ৮৫০ জন।
পুলিশ সদস্যদের মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ৪৭৪ জন এবং আইসোলেশনে আছেন ২০৩২ জন। সোমবার পর্যন্ত পুলিশের ১৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।